০৯ নং সীমাবাড়ী ইউনিয়ন পরিষদ
সীমাবাড়ী ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার একটি প্রশাসনিক এলাকা।ইউনিয়নটিকে প্রশাসনিকভাবে ৯নং সীমাবাড়ী ইউনিয়ন বলা হয়। এই ইউনিয়নটি রাজশাহী বিভাগের বগুড়া জেলার শেরপুর উপজেলার অন্তর্গত। ২০টি গ্রাম নিয়ে সীমাবাড়ী ইউনিয়ন গঠিত। ০১জন চেয়ারম্যান, ০১জন সচিব এবং ১৩জন সদস্য (০৯জন পুরুষ এবং ০৩জন সংরক্ষিত মহিলা সদস্য) নিয়ে ইউনিয়ন প্রশাসন গঠিত। এছাড়াও ইউনিয়নের জন নিজস্ব গ্রাম পুলিশ রয়েছে। ইউনিয়ন সচিব স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত, অন্যদিকে প্রতি ৫ বছর অন্তর স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ নির্বাচিত হয়। সীমাবাড়ী ইউনিয়নের স্থায়ী অধিবাসীর সংখ্যা ৩২,৪২৫ জন।